ঘাতক ট্রাক কাড়ল দুই ভাইয়ের প্রাণ
ফাইল ছবি
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ট্রাকের ধাক্কায় আপন দুই ভাই নিহত হয়েছেন। বুধবার ভোরে উপজেলার ভুলতা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত সুজন মিয়া (২৬) ও রাব্বি মিয়া (১১) যাত্রাবাড়ি থানার উত্তর কাজলা এলাকার ইউসুফ চৌধূরীর ছেলে।
কাচঁপুর হাইওয়ে থানার ওসি মোজাফ্ফর হোসেন জানান, বুধবার ভোরে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের ভুলতা এলাকায় একটি পিকআপকে পেছন থেকে ধাক্কা দেয় দ্রুতগামী একটি ট্রাক। এতে পিকআপ ও ট্রাকটি পাশের একটি খালে পড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই পিকআপ চালক সুজন মিয়া ও হেলপার তার ভাই রাব্বি মিয়ার মৃত্যু হয়।
দুর্ঘটনার পরপরই ট্রাকচালক পালিয়ে যান। খবর পেয়ে হাইওয়ে পুলিশ লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।
মীর আব্দুল আলীম/এফএ/এমকেএইচ
সর্বশেষ - দেশজুড়ে
- ১ নোয়াখালীতে জামায়াত প্রার্থীসহ চারজনকে শোকজ
- ২ অন্যের জমিতে নির্বাচনি অফিস, দাঁড়িপাল্লার প্রার্থীকে শোকজ
- ৩ বিএনপির প্রার্থীকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন স্বতন্ত্র প্রার্থী দোলা
- ৪ এক স্বৈরাচারকে সরিয়ে নতুন স্বৈরাচারকে বসানোর জন্য গণঅভ্যুত্থান করিনি
- ৫ শেরপুরে নিহত জামায়াত নেতা রেজাউল করিমের দাফন সম্পন্ন