পঞ্চগড়ে করোনাভাইরাসে আরও একজনের মৃত্যু
ফাইল ছবি
পঞ্চগড়ের দেবীগঞ্জে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সুরুজ আলী (৮৫) নামে আরও এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৯ মে) ভোররাতে উপজেলার চিলাহাটি ইউনিয়নে তার মৃত্যু হয়। এ নিয়ে জেলায় দুইজন করোনা রোগীর মৃত্যু হলো। সকালে সিভিল সার্জন ডা. ফজলুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
জেলা স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, সুরুজ আলী গত ১২ মে ঢাকা থেকে বাড়ি ফেরেন। ১৬ মে তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়। ১৯ মে তার করোনা শনাক্ত হয়। ৮৫ বছরের এই বৃদ্ধ আগে থেকেই প্যারালাইসিসসহ নানা জটিল রোগে ভুগছিলেন। তিনি বাড়িতেই স্বাস্থ্য বিভাগের তত্ত্বাবধানে আইসোলশনে ছিলেন।
পঞ্চগড়ের সিভিল সার্জন ডা. ফজলুর রহমান বলেন, সর্বশেষ মারা যাওয়া ওই বৃদ্ধ আগে থেকেই প্যারালাইজড ছিলেন। এছাড়া তার অ্যাজমা ও শ্বাসকষ্টজনিত রোগও ছিল। স্বাস্থ্যবিধি মেনে তাকে দাফনের প্রক্রিয়া চলছে।
তিনি আরও জানান, জেলায় এ পর্যন্ত এক হাজার ৮ জনের নমুনা পরীক্ষা করে ৫৫ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে ১০ জন সুস্থ হয়েছেন এবং দুইজন মারা গেছেন।
সফিকুল আলম/আরএআর/এমএস