রূপগঞ্জে অতিরিক্ত মদপানে তরুণের মৃত্যু
ফাইল ছবি
নারায়ণগঞ্জের রূপগঞ্জে অতিরিক্ত মদপানে শাওন মিয়া (১৯) নামে এক তরুণের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৯ মে) ভোরে মাতুয়াইল হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু। নিহত শাওন গোলাকান্দাইল বাঘমোচড়া এলাকার দেজ্জাল মিয়ার ছেলে।
ভুলতা ফাঁড়ির ইনচার্জ আমিনুল ইসলাম জানান, ঈদের পরদিন মঙ্গলবার (২৬ মে) রাতে শাওন মিয়া ও তার দুই বন্ধু গোলাকান্দাইল এলাকার চোলাই মদ কারবারি শাহিনের কাছ থেকে মদ কিনে তার ঘরে বসেই পান করে। স্থানীয় আরেক মাদক কারবারি নান্নু তাদের সঙ্গে সঙ্গ দেয় বলে জানা গেছে। মদপানের পর থেকেই তারা তিনজন অসুস্থ হয়ে পড়ে। শুক্রবার ভোরে গুরুতর অবস্থায় তাদের মাতুয়াইল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শাওনকে মৃত ঘোষণা করেন। অসুস্থ তার দুই বন্ধুকে হাসপাতালে চিকিৎসা শেষে বাড়িতে আনা হয়েছে।
রূপগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ রকম ঘটনা শুনেছি। মাদকের বিরুদ্ধে পুলিশ সোচ্চার রয়েছে।
মীর আব্দুল আলীম/আরএআর/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ অন্যের জমিতে নির্বাচনি অফিস, দাঁড়িপাল্লার প্রার্থীকে শোকজ
- ২ বিএনপির প্রার্থীকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন স্বতন্ত্র প্রার্থী দোলা
- ৩ এক স্বৈরাচারকে সরিয়ে নতুন স্বৈরাচারকে বসানোর জন্য গণঅভ্যুত্থান করিনি
- ৪ শেরপুরে নিহত জামায়াত নেতা রেজাউল করিমের দাফন সম্পন্ন
- ৫ ব্রাহ্মণবাড়িয়া-কুমিল্লায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন