মাগুরায় মৌমাছির কামড়ে শিশুর মৃত্যু
মাগুরা সদর উপজেলার আবালপুর গ্রামে মৌমাছির কামড়ে জুনায়েদ (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার (৩১ মে) সকালে মাগুরা পৌরসভার ১ নম্বর ওয়ার্ড আবালপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
জুনায়েদ আবালপুর গ্রামের তরিকুল ইসলামের ছেলে।
নিহত শিশুর বাবা তরিকুল ইসলাম জাগো নিউজকে বলেন, জুনায়েদ সকালে বাড়ির ছাদে সিসি ক্যামেরার তার নিয়ে খেলা করছিল। ছাদের পাশে থাকা মৌমাছির চাকে হঠাৎ তারের আঘাত লাগলে মৌমাছি জুনায়েদের শরীরে বিভিন্ন স্থানে কামড় বসিয়ে দেয়। পরে তাকে উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর পলাশ হোসেন জানান, জুনায়েদের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
আরাফাত হোসেন/এসআর