ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

অগভীর নলকূপের ঘরে দুই নারীর লাশ

জেলা প্রতিনিধি | নওগাঁ | প্রকাশিত: ১১:৩৬ এএম, ০৪ জুন ২০২০

নওগাঁর বদলগাছীতে একটি অগভীর নলকূপের ঘরে অজ্ঞাত পরিচয় দুই নারীর মরদেহ পাওয়া গেছে। বৃহস্পতিবার (৪ জুন) সকালে উপজেলার চাংলা গ্রামে মরদেহ দুটি পাওয়া যায়। ঘরের দরজা অর্ধেক আটকে থাকায় মরদেহ উদ্ধারের চেষ্টা করছে পুলিশ।

অগভীর নলকুপের অপারেটর শাহাদাত হোসেন ভুট্ট জানান, নলকূপের পাশে তার একটি শসা ক্ষেত আছে। গত মঙ্গলবার (২ জুন) শসা ক্ষেত এবং নলকূপের দরজায় তালা দেয়া দেখে বাড়িতে তিনি যান। বুধবার (৩ জুন) তিনি ক্ষেতে আসতে পারেননি। বৃহস্পতিবার সকালে শসা ক্ষেত থেকে এসে দেখেন নলকূপের ঘরের দরজা অর্ধেক খোলা এবং ঘরের ভেতরে দুইজন নারীর মরদেহ পড়ে রয়েছে। পরে নলকূপের মালিক এবং স্থানীয় ইউপি মেম্বারকে বিষয়টি জানান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসে।

স্থানীয়রা বলেন, অসৎ উদ্দেশ্যে ওই দুই নারীকে ভাড়া করে নিয়ে এসে নলকূপের ঘরে শারীরিক চাহিদা মিটানোর পর হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

বদলগাছী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরী জোবায়ের আহমেদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তবে নলকূপের ঘরের দরজা অর্ধেক আটকে থাকায় মরদেহ উদ্ধার করা সম্ভব হচ্ছে না। রাজশাহীতে পুলিশের বিশেষ টিমকে বিষয়টি অবগত করা হয়েছে। বিশেষ টিম রওয়ানা দিয়েছে। দুপুর ১২টায় তারা ঘটনাস্থলে পৌঁছাবে। তবে নিহতদের নাম-পরিচয় কিছুই জানা যায়নি। #

আব্বাস আলী/আরএআর/জেআইএম