বগুড়ায় একদিনে ৫২ জনের করোনা পজিটিভ
প্রতীকী ছবি
বগুড়ায় গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৫২ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। শুক্রবার (০৫ জুন) রাতে বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
নতুন করে আক্রান্তদের মধ্যে পুরুষ ৩২ জন, নারী ১৬ জন এবং শিশু চারজন। এদের মধ্যে সদরের ৪২ জন, শাজাহানপুরের আটজন ও শেরপুরের দুইজন।
এ নিয়ে বগুড়ায় করোনাভাইরাসে আক্রান্ত হলেন ৫৬৯ জন। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪৯ জন। মৃত্যু হয়েছে চারজনের। এখন চিকিৎসাধীন রয়েছেন ৫১৬ জন।
এএম/জেআইএম