করোনার ভয়ে এগিয়ে আসেনি কেউ, ৬ ঘণ্টা পর মরদেহ দাফন
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে আউলিয়া বেগম নামে এক নারীর মৃত্যুর পর ভয়ে তার দাফনে কেউ এগিয়ে আসেননি। তার মৃত্যুর প্রায় ছয় ঘণ্টা পর মরদেহ দাফন করে স্বেচ্ছাসেবক টিম।
শুক্রবার (৫ জুন) রাত ১২টার দিকে নারায়ণগঞ্জ- ৩ আসনের সংসদ সদস্য ও জাতীয় পার্টির অতিরিক্ত মহাসচিব লিয়াকত হোসেন খোকার গঠিত স্বেচ্ছাসেবক টিমের সদস্যরা মরদেহ দাফন করেন।
স্থানীয়রা জানান, উপজেলার জামপুর ইউনিয়নের আলমপুরা গ্রামের হোসেন আলীর স্ত্রী আউলিয়া বেগম কয়েকদিন ধরে জ্বর, ঠান্ডা, শ্বাসকষ্ট ও গলা ব্যথায় ভুগছিলেন। শুক্রবার সন্ধ্যায় তার মৃত্যু হয়। মৃত্যুর পর করোনার ভয়ে আত্মীয় স্বজন ও এলাকাবাসী মরদেহের পাশে যায়নি। খবর পেয়ে সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা রাতে তার স্বেচ্ছাসেবক টিমকে আউলিয়া বেগমের মরদেহ দাফনের জন্য হোসেন আলীর বাড়িতে পাঠান।
স্বেচ্ছাসেবক টিমের লিডার মো. সানাউল্লাহ ব্যাপারী বলেন, রাত ১২টার দিকে ওই বাড়িতে গিয়ে মরদেহ ঘর থেকে বের করে জানাজা করে নানাখি কবরস্থানে দাফন করা হয়।
নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও জাতীয় পার্টির অতিরিক্ত মহাসচিব লিয়াকত হোসেন খোকা বলেন, করোনা পরিস্থিতি মোকাবিলায় বিভিন্ন পর্যায়ে টিম গঠন করে দেয়া হয়েছে। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর পর দাফনের জন্য অনেকেরই স্বজনরা কেউ এগিয়ে আসে না। এটা অমানবিক। স্বেচ্ছাসেবক টিম গিয়ে রাতে ওই নারীর দাফন কাজ সম্পন্ন করেছে।
আরএআর/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ অন্যের জমিতে নির্বাচনি অফিস, দাঁড়িপাল্লার প্রার্থীকে শোকজ
- ২ বিএনপির প্রার্থীকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন স্বতন্ত্র প্রার্থী দোলা
- ৩ এক স্বৈরাচারকে সরিয়ে নতুন স্বৈরাচারকে বসানোর জন্য গণঅভ্যুত্থান করিনি
- ৪ শেরপুরে নিহত জামায়াত নেতা রেজাউল করিমের দাফন সম্পন্ন
- ৫ ব্রাহ্মণবাড়িয়া-কুমিল্লায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন