বাড়িতে ঢুকে বৃদ্ধকে গুলি করে হত্যা
ফাইল ছবি
পাবনায় বাড়িতে ঢুকে হুকুম আলী খাঁ (৭০) নামে এক বৃদ্ধকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (৫ জুন) দিবাগত মধ্যরাতে সদর উপজেলার ভাঁড়ারা ইউনিয়নের খাঁপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত হুকুম আলী খাঁ ওই গ্রামের কালু খাঁর ছেলে।
ভাঁড়ারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সাইদ খান জানান, রাতে বাড়িতে ঢুকে হুকুম আলী খাঁকে ডাক দেন কয়েকজন অজ্ঞাত ব্যক্তি। এই সময় ঘর থেকে বাইরে বের হওয়া মাত্র তাকে গুলি করে পালিয়ে যান তারা। এতে ঘটনাস্থলেই মারা যান হুকুম আলী খাঁ।
পাবনা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিম আহম্মেদ জানান, খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। কারা কী কারণে তাকে হত্যা করেছে সেটি খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
স্থানীয় একাধিক সূত্র জানায়, সম্প্রতি হুকুম আলী তার নাতী রবিউল ইসলামকে মারধরের ঘটনায় গত ৪ জুন থানায় স্থানীয় ১৫ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। সেই মামলার জেরে এ ঘটনা ঘটতে পারে।
আরএআর/এমএস