‘রেড জোন’ হিসেবে চিহ্নিত করে নারায়ণগঞ্জের ৩ এলাকা লকডাউন
নারায়ণগঞ্জের রূপায়ন সিটি, আমলাপাড়া ও জামতলাকে করোনা সংক্রমণের অধিক ঝুঁকিপূর্ণ এলাকা (রেড জোন) হিসেবে চিহ্নিত করে লকডাউন ঘোষণা করা হয়েছে। রোববার (৭ জুন) সকালে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলন করে জেলা প্রশাসক মো. জসিম উদ্দিন ওই তিনটি এলাকা লকডাউন ঘোষণা করেন।
এদিকে জেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাদের উপস্থিতিতে জেলা প্রশাসক লকডাউন ঘোষণা করার পর তিনটি এলাকার সংশ্লিষ্ট থানা পুলিশ সেখানে গিয়ে লকডাউন কার্যকর করে।
নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. জসিম উদ্দিন জানান, রূপায়ন সিটি, আমলাপাড়া ও জামতলা এলাকা লকডাউনের আওতায় থাকবে। এলাকাগুলো থেকে অতি জরুরি প্রয়োজন ছাড়া কোনো ব্যক্তি বাইরে আসতে পারবেন না বা বাইরে থেকে কোনো ব্যক্তি ওই এলাকায় যেতে পারবেন না। এলাকায় কোনো গণপরিবহন থামবে না। এলাকায় কাঁচা বাজার বন্ধ করে ভ্রাম্যমাণ বাজারের ব্যবস্থা করা হবে।

তিনি আরও জানান, ধর্মীয় উপাসনালয়গুলোতে জনসাধারণের যাতায়াত আপাতত বন্ধ ঘোষণা করা হয়েছে। সবার জন্য সকল স্বাস্থ্যবিধি মানা বাধ্যতামূলক বলেও উল্লেখ করেন জেলা প্রশাসক।
শাহাদাত হোসেন/আরএআর/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ অন্যের জমিতে নির্বাচনি অফিস, দাঁড়িপাল্লার প্রার্থীকে শোকজ
- ২ বিএনপির প্রার্থীকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন স্বতন্ত্র প্রার্থী দোলা
- ৩ এক স্বৈরাচারকে সরিয়ে নতুন স্বৈরাচারকে বসানোর জন্য গণঅভ্যুত্থান করিনি
- ৪ শেরপুরে নিহত জামায়াত নেতা রেজাউল করিমের দাফন সম্পন্ন
- ৫ ব্রাহ্মণবাড়িয়া-কুমিল্লায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন