ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

কালীগঞ্জে লরি-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল প্রবাসীর

কালীগঞ্জ (গাজীপুর) | প্রকাশিত: ০১:১৪ এএম, ০৮ জুন ২০২০

গাজীপুরের কালীগঞ্জে দুই মোটরসাইকেল ও লরির ত্রিমুখী সংঘর্ষে জোবায়ের হোসেন (৩৮) নামের এক প্রবাসী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অপর মোটরসাইকেলের দুই আরোহী।

রোববার (৭ জুন) বিকেলে উপজেলার বাহাদুরসাদী ইউনিয়নের খলাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত জোবায়ের উপজেলার খলাপাড়া গ্রামের ফরহাদ হোসেনের ছেলে।

আহতরা হলেন- নড়াইলের লোহাগড়া উপজেলার দানাইল গ্রামের আবুল কালাম আজাদের ছেলে মো. নাইম (৩৫) ও নওগাঁ সদর উপজেলার পালপাড়া গ্রামের মৃত হরেন্দ্র নাথ সরকারের ছেলে সাধন সরকার (২৯)।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে ওই প্রবাসী মোটরসাইকেলে করে পৌর এলাকার দেওপাড়া ফেরিঘাট থেকে বাড়ি ফিরছিলেন। পথের মধ্যে খলাপাড়া এবিএল কারখানার সামনে একটি লরির সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এ সময় বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেলের সঙ্গেও ওই প্রবাসীর মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে তিনি রাস্তায় ছিটকে পড়ে গুরুতর জখম হন এবং অপর মোটরসাইকেলের দুই আরোহী আহত হন। স্থানীয়রা আহত অবস্থায় জোবায়েরকে উদ্ধার করে ঢাকা নেয়ার পথে তিনি মারা যান। অন্য দুজনকে আহত অবস্থায় কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মিজানুল হক বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে তিনি থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আর্শাদ মিয়ার বরাত দিয়ে সড়ক দুর্ঘটনায় প্রবাসী জোবায়েরের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

আব্দুর রহমান আরমান