ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

নারায়ণগঞ্জে ব্যাংক ডাকাতির প্রস্তুতিকালে আটক ৬

জেলা প্রতিনিধি | নারায়ণগঞ্জ | প্রকাশিত: ০৪:১৬ এএম, ০৮ জুন ২০২০

নারায়ণগঞ্জ শহরে ব্যাংক ডাকাতির প্রস্ততিকালে অস্ত্রসহ ৬ জন ডাকাতকে আটক করেছে র‌্যাব-১১ এর একটি টিম। এ সময় তাদের কাছ থেকে ১টি বিদেশি পিস্তল, ৩টি রামদা, ২টি চাপাতি ও ১টি গাড়ি জব্দ করা হয়।

রোববার (৭ জুন) দুপুরে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের চাষাঢ়া এবিসি ইন্টারন্যাশনাল স্কুলের সামনে থেকে তাদের আটক করে।

আটকরা হলেন- ওমর ফারুক (২৫), সবুজ মিয়া (২০), ইমরান (৩১), শিব্বির আহমেদ (২৪), ফয়সাল (২০) ও সালাউদ্দিন (৩০)। তারা সবাই নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার বাসিন্দা।

র‌্যাব-১১ অধিনায়ক (সিও) ইমরান উল্ল্যাহ সরকার গণমাধ্যমকে জানান, লকডাউন পরিস্থিতি শিথিল হওয়ায় সংঘবদ্ধ ডাকাত দলের এই চক্রটি নারায়ণগঞ্জে বড় কোনো ব্যাংক অথবা আর্থিক প্রতিষ্ঠানে ডাকাতির পরিকল্পনা করে আসছিল। আর ডাকাতদের পরিকল্পনার বিষয়টি গোয়েন্দা তথ্যের মাধ্যমে বিষয়টি জানতে পেরে র‌্যাব তাদের নজরদারি করতে শুরু করে। রোববার দুপুরে এমন তথ্য পেয়ে র‌্যাবের একটি আভিযানিক দল ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে এবিসি ইন্টারন্যাশনাল স্কুলের গেটের কাছাকাছি অবস্থানে নেয়।

jagonews24

এক পর্যায়ে একটি নোয়া গাড়িকে সন্দেহ হলে র‌্যাব রাস্তা তাৎক্ষণিক রাস্তা ব্লক করে দিয়ে গাড়িটিকে ঘিরে ফেলে। পরে বিষয়টি নিশ্চিত হয়ে গাড়ির দরজা ও জানালার কাঁচ ভেঙে তল্লাশি করে অস্ত্রসহ ডাকাত দলের ছয় সদস্যকে আটক করে। পরে ডাকাতির কাজে ব্যবহৃত গাড়িটি জব্দ করা হয়।

তিনি আরও জানান, আটকদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ইতিপূর্বে তারা আরো কোনো অপরাধের ঘটনার সাথে জড়িত ছিল কিনা সে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তার পাশাপাশি তাদের সাথে আরো কেউ জড়িত থাকলে তাদেরকেও আইনের আওতায় আনা হবে। আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

মো. শাহাদাত হোসেন/এমএসএইচ