৭০ নমুনা পরীক্ষায় ৩২ করোনা পজিটিভ
প্রতীকী ছবি
গাজীপুুরের শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনাভাইরাসের উপসর্গ থাকায় ৩০ মে ৭০ জনের নমুনা সংগ্রহ করে তা পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়। ওই ৭০ জনের নমুনা পরীক্ষায় ৩২ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এটিই উপজেলায় একদিনে সর্বোচ্চ শনাক্ত। এ নিয়ে উপজেলায় মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়াল ১৮৪ জন।
মঙ্গলবার (০৯ জুন) এসব তথ্য জানিয়েছেন শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা এএসএম ফাতেহ আকরাম।
শ্রীপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা প্রণয় ভূষণ দাস বলেন, গার্মেন্টস কারখানা খোলা থাকায় প্রতিদিনই নমুনা দেয়া রোগীর সংখ্যা বাড়ছে। তবে আশার কথা হলো আগে নমুনা সংগ্রহ ঢাকায় পাঠানো হলেও আগামীকাল বুধবার থেকে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজে স্থাপন করা পিসিআর ল্যাবে শ্রীপুরের নমুনা পরীক্ষা করা হবে। এতে করে খুব দ্রুত সময়ের মধ্যে আমরা নমুনা দেয়া রোগীদের শনাক্ত করতে পারব। এতে করে আক্রান্ত রোগীদের হোম আইসোলেশনে রাখা হলে করোনা সংক্রমণ রোধ করা সম্ভব হবে।
শিহাব খান/এএম/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ সেন্টমার্টিনে পর্যটকবাহী জাহাজ কর্ণফুলী আটকা, ৪ ঘণ্টা পর রওনা
- ২ সীতাকুণ্ডে আগুনে পুড়ে গেলো ১২ দোকান, কোটি টাকার ক্ষতি
- ৩ কুমিল্লায় প্রতীক বরাদ্দের দিনই শোডাউন, প্রার্থীকে জরিমানা
- ৪ সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এম হাফিজ উদ্দিন মারা গেছেন
- ৫ শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে নোয়াখালীতে শিবিরের বিক্ষোভ