অর্থাভাবে শিশুর চিকিৎসা বন্ধ, পাশে দাঁড়ালেন এমপি স্মৃতি
রিকশাচালক সোহেল মিয়ার ব্রেন টিউমারে আক্রান্ত শিশু সন্তান সোলায়মান আলীর (৫) চিকিৎসায় পাশে দাঁড়িয়েছেন কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও গাইবান্ধা -৩ আসনের সংসদ সদস্য (এমপি) অ্যাডভোকেট উম্মে কুলসুম স্মৃতি। বুধবার (১০ জুন) রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে সোলায়মানের অপারেশন হওয়ার কথা রয়েছে। এতে আশার আলো দেখছে শিশুটির পরিবার।
স্থানীয় সূত্রে জানা গেছে ,গাইবান্ধার পলাশবাড়ী পৌর শহরের জামালপুর গ্রামের হতদরিদ্র রিকশাচালক সোহেল মিয়া-মেরিনা বেগম দম্পতির সংসারে যমজ ছেলে-মেয়ের জন্ম হয়। মেয়ে সুরাইয়া শারীরিকভাবে সুস্থ থাকলেও সাড়ে তিন বছর বয়সে অসুস্থ হয়ে পড়ে ছেলে সোলাইমান আলী। অভাবের সংসারে অর্থাভাবে সঠিকভাবে পরীক্ষা-নিরীক্ষা করতে না পারায় প্রায় দেড় বছর পর সোলাইমানের ব্রেন টিউমার আক্রান্ত হওয়ার বিষয়টি ধরা পড়ে। অভাব-অনটনের সংসারে ধার দেনা করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে সোলায়মানের চিকিৎসায় চলে। এতে যা সঞ্চয় ছিল তা শেষ হয়ে যাওয়ায় অর্থাভাবে শিশু সোলায়মানের অপারেশন করাতে পারছিল না তার পরিবার।
বিষয়টি নজরে আসে কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও গাইবান্ধা-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট উম্মে কুলসুম স্মৃতির। তিনি শিশু সোলায়মানের চিকিৎসায় দুই লক্ষাধিক টাকার দায়িত্ব নিয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ডা. তোফায়েল এবং ডা. রাজকুমারের তত্ত্বাবধানে অপারেশনের ব্যবস্থা করেন। বুধবার রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে শিশু সোলায়মানের অপারেশন হওয়ার কথা রয়েছে।
এ ব্যাপারে শিশু সোলায়মান আলীর বাবা রিকশাচালক সোহেল মিয়া বলেন, আমার মত একজন রিকশাচালকের পাশে এমপি স্মৃতি আপা দাঁড়িয়েছেন এটা আমার কাছে স্বপ্নের মত। আমি ও আমার পরিবার তার কাছে চিরকৃতজ্ঞ। আমার সন্তান যেন ভালো হয়ে ফিরে আসতে পারে সকলের কাছে এই দোয়া চাই।
সংসদ সদস্য অ্যাডভোকেট উম্মে কুলসুম স্মৃতি বলেন, মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। মানুষের জন্য কিছু করতে পারা বড়ই আনন্দের। যতদিন বেঁচে থাকবো মানবতার সেবায় নিজেকে নিয়োজিত রাখবো। শিশু সোলায়মানের অপারেশন যেন সফল হয় এই দোয়া কামনা করেন তিনি।
জাহিদ খন্দকার/আরএআর/পিআর