পটুয়াখালীতে দুইজনের মৃত্যু
পটুয়াখালীর গলাচিপা উপজেলায় পৃথক ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (১২ জুন) দুপুর ও বিকেলে এ ঘটনা ঘটে। মৃতরা হলেন- ডিপলু গাজী (২২) ও মজিবর হাওলাদার (৮০)।
স্থানীয় সূত্র জানায়, বিকেলে গলাচিপা উপজলার ডাকুয়া ইউনিয়নের ডাকুয়া এলাকায় ফুটবল খেলার আয়োজন করা হয়। খেলা শুরুর আগে বল নিয়ে মাঠে অনুশীলন করার সময় অজ্ঞান হয়ে যান ডিপলু গাজী। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এর আগে শুক্রবার দুপুরে গলাচিপা উপজেলার গোলখালী গ্রামের মজিবর হাওলাদার গ্যাসের বিষাক্ত ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেন।
গলাচিপা থানা পুলিশের ওসি মনিরুল ইসলাম বলেন, মৃত দুজনের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।
মহিব্বুল্লাহ চৌধুরী/এএম/পিআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ সিন্ডিকেটের বাধায় দুই দফা অ্যাম্বুলেন্স আটকা, পথেই মারা গেল রোগী
- ২ ঘোড়া প্রতীকে ভোট চেয়ে বিপাকে হবিগঞ্জের স্বতন্ত্র প্রার্থী সুজাত
- ৩ সীমান্ত পার হওয়ার সময় কুমিল্লায় হত্যা মামলার তিন আসামি গ্রেফতার
- ৪ বালুভর্তি ট্রাকে লুকানো ছিল দেড় কোটি টাকার চোরাই শাড়ি
- ৫ পুলিশকে এলোপাথাড়ি কুপিয়ে হাতকড়াসহ ছিনিয়ে নেওয়া হলো আসামিকে