ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

স্বামীকে বাঁচাতে গিয়ে না ফেরার দেশে স্ত্রীও

জেলা প্রতিনিধি | নড়াইল | প্রকাশিত: ০৩:৪৯ পিএম, ১৩ জুন ২০২০

নড়াইলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। শনিবার (১৩ জুন) সকালে সদর উপজেলার ভদ্রবিলা ইউনিয়নের শ্রীফলতলা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- শ্রীফলতলা গ্রামের মোশারেফ সিকদার মুসা (৫৫) ও তার স্ত্রী শিরিনা বেগম(৪০)।

পারিবারিক সূত্রে জানা যায়, সকালে ঘরের মধ্যে মোশারেফ সিকদার ধানের বস্তা সরাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন। এ সময় স্ত্রী শিরিনা তাকে বাঁচাতে এগিয়ে এলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। ঘরে বিদ্যুতের তার ছিদ্র থাকায় এ দুর্ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

ভদ্রবিলা ইউনিয়নের স্থানীয় ইউপি সদস্য সজিব মোল্যা বলেন, ধানের বস্তা মাথায় উঠাতে গিয়ে শ্রীফলতলা গ্রামে বিদ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে।

হাফিজুল নিলু/আরএআর/এমকেএইচ