ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

মাছ বিক্রি করতে যাওয়া হলো না ব্যবসায়ীর

জেলা প্রতিনিধি | চুয়াডাঙ্গা | প্রকাশিত: ০২:৩৫ পিএম, ১৪ জুন ২০২০

চুয়াডাঙ্গার দামুড়হুদায় আলমসাধু থেকে ছিটকে পড়ে আনারুল ইসলাম (৪৫) নামে এক মাছ ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। রোববার (১৪ জুন) বেলা ১১টার দিকে উপজেলার নতিপোতা ইউনিয়নের হোগলডাঙ্গা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত আনারুল ইসলাম একই গ্রামের মাঝের পাড়ার মৃত হানেফ মন্ডলের ছেলে।

স্থানীয়রা জানান, প্রতিদিনের মতো সকালে মাছ বিক্রির জন্য আলমসাধুযোগে কার্পাসডাঙ্গা বাজারে যাচ্ছিলেন আনারুলসহ কয়েকজন মাছ ব্যবসায়ী। পরে গ্রামের বাগানপাড়ায় পৌঁছালে আলমসাধুর পেছনের একটি চাকা খুলে যায়। এ সময় আলমসাধু থেকে মাছের ড্রামসহ ছিটকে পড়ে একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে তাদের। এতে গুরুতর জখম হন আনারুল। স্থানীয়রা তাকে উদ্ধার করে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে জুড়ানপুর গ্রামে তার মৃত্যু হয়।

নতিপোতা ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের সদস্য ইমদাদুল হক ইমদাদ জানান, আনারুল ছিলেন পাঁচ সন্তানের জনক। তার তিন ছেলে ও দুই মেয়ে রয়েছে।

দামুড়হুদা মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল খালেক বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ আনারুলের বাড়িতে যায়। পরিবারের পক্ষ থেকে কোনো আপত্তি না থাকায় তার মরদেহ ময়নাতদন্ত ছাড়াই দাফনের অনুমতি দেয়া হয়।

সালাউদ্দীন কাজল/আরএআর/পিআর