ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

পটুয়াখালীতে কলেজ শিক্ষার্থীর আত্মহত্যা

জেলা প্রতিনিধি | পটুয়াখালী | প্রকাশিত: ০৪:৫৪ পিএম, ১৪ জুন ২০২০

পটুয়াখালীর গলাচিপা উপজেলায় বিশ্বজিৎ নামে এক কলেজ শিক্ষার্থী আত্মহত্যা করেছেন। তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১২ জুন) রাতে উপজেলার গুয়াবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, বিশ্বজিৎ স্থানীয় পলিটেকনিক ইনস্টিটিউটের এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। শনিবার রাতে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন তিনি। তবে কি জন্য তিনি আত্মহত্যা করেছেন তা জানাতে পারেননি পরিবারের সদস্যরা।

গলাচিপা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল গিয়ে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়। প্রাথমিকভাবে মনে হচ্ছে এটি আত্মহত্যা। বিষয়টি তদন্ত করে দেখা হবে।

মহিব্বুল্লাহ চৌধুরী/এএম/এমএস