বড় বোনের সঙ্গে নদীতে নেমে তলিয়ে গেল স্কুলছাত্রী
প্রতীকী ছবি
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় নদীতে ডুবে সুরাইয়া খাতুন (৭) নামে দ্বিতীয় শ্রেণির এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। রোববার সন্ধায় উপজেলার পারকৃষ্ণপুর গ্রামের মাথাভাঙ্গা নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
সুরাইয়া খাতুন আলমডাঙ্গা উপজেলার খাদিমপুর ইউনিয়নের পারকৃষ্ণ গ্রামের জাহাঙ্গীর আলমের মেয়ে। সে মাজদাহ সারকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণিতে পড়তো।
জানা গেছে, রোববার বেলা ৩টার দিকে সুরাইয়া ও তার বড় বোন সুমাইয়া মিলে গ্রামের পাশের মাথাভাঙ্গা নদীতে গোসল করতে যায়। এ সময় সুরাইয়া অসাবধানতাবশত নদীর পানিতে তলিয়ে যায়। বড় বোন তাকে খুঁজে না পেয়ে বাড়ি এসে বিষয়টি পরিবারের সদস্যদের জানায়। এরপর পরিবার ও গ্রামের লোকজন মিলে মাথাভাঙ্গা নদীতে খোঁজাখুঁজির এক পর্যায়ে সন্ধার দিকে তার মরদেহ উদ্ধার করে।
আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
সালাউদ্দীন কাজল/এমএসএইচ