সাতক্ষীরা সীমান্তে ভারতীয় খাদ্যপণ্য উদ্ধার
সাতক্ষীরার তলুইগাছা ক্যাম্পের বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে ২১৫ কেজি ভারতীয় গরুর মাংস, ১৮শ পিস মুরগির ডিম, ৪০ কেজি আপেল উদ্ধার করেছে। শুক্রবার সকালে কলারোয়া উপজেলার মুক্তি বাড়ির মোড় এলাকা থেকে এসব মালামাল উদ্ধার করা হয়।
তলুইগাছা বিজিবি ক্যাম্পের কোম্পানি কমন্ডার হায়দার আলী জাগো নিউজকে জানান, এক দল চোরাকারবারী ভারতীয় চোরাই পণ্য নিয়ে যাচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালালে মুক্তিবাড়ি মোড় এলাকা থেকে এসব চোরাই পণ্য উদ্ধার করা হয়। বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা এসব মালামাল ফেলে পালিয়ে যায়। উদ্ধারকৃত এসব মালামালের মূল্য দেড় লাখ টাকা।
এমজেড/পিআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ঠাকুরগাঁওয়ে সারের ডিলারশিপ বাঁচাতে পদ ছাড়লেন ইউপি চেয়ারম্যান
- ২ ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ মনোনয়ন না পাওয়া দুই নেতার সমর্থকদের
- ৩ খুলনায় বিএনপির দলীয় মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে গণমিছিল
- ৪ ১৫ বছরে দেশ থেকে সাড়ে ২৮ লাখ কোটি টাকা পাচার হয়েছে: শিবির সভাপতি
- ৫ মাদারীপুর-১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাহারের দাবিতে মহাসড়ক অবরোধ