ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

সকালে হাসপাতালে ভর্তির পর রাতে মৃত্যু

জেলা প্রতিনিধি | মাদারীপুর | প্রকাশিত: ১১:১২ এএম, ১৬ জুন ২০২০

করোনা উপসর্গ নিয়ে মাদারীপুর সদর হাসপাতালের আইসোলেশনে পরান পোদ্দার (৫৫) নামে একজনের মৃত্যু হয়েছে। সোমবার রাত ১১টার দিকে মারা যান তিনি।

মাদারীপুর সদর হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. অখিল সরকার জানিয়েছেন, সদর হাসপাতালের আইসোলেশনে করোনা উপসর্গ নিয়ে সোমবার সকালে ভর্তি হন ওই রোগী। পরে রাত ১১টার দিকে মারা যান তিনি। তার নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়েছে।

পরান পোদ্দার (৫৫) শহরের কুলপদ্দি এলাকার বাসিন্দা।

নাসিরুল হক/এফএ/জেআইএম