টানা বৃষ্টিতে নারায়ণগঞ্জ শহরে হাঁটু পানি
টানা কয়েক ঘণ্টার বৃষ্টিতে পানির নিচে তলিয়ে গেছে নারায়ণগঞ্জ শহর ও শহরতলীর শতাধিক এলাকা। শহরের প্রধান প্রধান সড়কে হাঁটু পানি জমেছে। এছাড়া নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের বিভিন্ন এলাকাসহ শহরতলীর বিভিন্ন এলাকার অলিগলি জলমগ্ন হয়ে পড়েছে। ডিএনডি এলাকার অধিকাংশ বসতঘর এবং দোকানপাট পানিতে ডুবে গেছে। বৃহস্পতিবার (১৮ জুন) সকালে নারায়ণগঞ্জ নগরীসহ বিভিন্ন এলাকায় জলমগ্ন অবস্থা দেখা গেছে।
সরেজমিনে দেখা গেছে, বুধবার (১৭ জুন) মধ্যরাত থেকে বৃহস্পতিবার ভোর পর্যন্ত টানা মুষলধারে বৃষ্টির কারণে নারায়ণগঞ্জের বঙ্গবন্ধু সড়কসহ শহরের প্রধান প্রধান সড়ক পানির নিচে তলিয়ে যায়। শহরের আশপাশের এলাকাসহ অলিগলিতে হাঁটু সমান পানি জমে রয়েছে। অনেক এলাকায় কোমর পানি। মহল্লার রাস্তাসহ অলিগলিতে মানুষ পানি বেয়ে চলাচল করছে। অনেকে ঘুম থেকে উঠে কর্মস্থলে যাওয়ার সময় রাস্তায় বের হয়ে দেখেন হাঁটু পানি।

চাষাড়ার বাসিন্দা সোলায়মান বলেন, সকাল ঘুম থেকে উঠে দোকান থেকে আটা আর তেল আনতে গিয়ে দেখি রাস্তায় হাঁটু পানি। পরে বাসায় জুতা রেখে পানি পেরিয়ে দোকান গিয়েছি। ড্রেন নিষ্কাশন না করার ফলে বৃষ্টি হলেই রাস্তা পানির নিচে তলিয়ে যায়।
ইসদাইর এলাকার বাসিন্দা আতিক বলেন, পানির কথা বলে লাভ কী? একটু বৃষ্টি হলেই ইসদাইর, গাবতলীসহ আশপাশের এলাকার মানুষের দুর্ভোগ চোখে না দেখলে বিশ্বাস করার মত না। এলাকার মানুষ পানির নিচে বসবাস করছে। রাতের টানা বৃষ্টিতে যেন বন্যা দেখা দিয়েছে। মানুষ পানি পেরিয়ে কর্মস্থলে যাচ্ছে। আমরা যারা ডিএনডি এলাকার বাসিন্দা তাদের দুর্ভোগের শেষ নেই।

খোঁজ নিয়ে জানা গেছে, ডিএনডি এলাকার মাহমুদপুর, ভুইগড়, দেলপাড়া, আদর্শনগর, রসুলপুর, নয়ামাটি, নুরবাগ, নন্দলালপুর, পিলকুনি, কুতুবআইল, ইসদাইর, গাবতলী, লালপুর, সস্তাপুর, কলেজ রোড, দেওভোগ, পাইকপাড়া, বাবুরাইল, হাজীগঞ্জ, পাঠানতলী, গোদনাইল, জালকুড়ি, মিজমিজি ও হিরাঝিল পানির নিচে তলিয়ে গেছে। এছাড়া ফতুল্লার মাসদাইর, মুসলিমনগর, হরিহরপাড়া, ধর্মগঞ্জ, কাশিপুরসহ প্রায় শতাধিক এলাকা পানির নিচে রয়েছে।
শাহাদাত হোসেন/আরএআর/পিআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ বিএনপির প্রার্থীকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন স্বতন্ত্র প্রার্থী দোলা
- ২ এক স্বৈরাচারকে সরিয়ে নতুন স্বৈরাচারকে বসানোর জন্য গণঅভ্যুত্থান করিনি
- ৩ শেরপুরে নিহত জামায়াত নেতা রেজাউল করিমের দাফন সম্পন্ন
- ৪ ব্রাহ্মণবাড়িয়া-কুমিল্লায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন
- ৫ জামায়াত প্রার্থী শিশির মনিরের নির্বাচনি প্রচারের গাড়ি ভাঙচুর