টঙ্গীতে নকল হ্যান্ড স্যানিটাইজার কারখানা
গাজীপুরে নকল হ্যান্ড স্যানিটাইজার তৈরির কারখানায় অভিযান চালিয়ে তিন লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে টঙ্গীর মিলগেট এলাকায় ডিসটিলারিস অ্যান্ড কেমিকেল লিমিটেড নামের কারখানায় এ অভিযান চালানো হয়। র্যাব-১ এর গাজীপুরের কোম্পানি কমান্ডার লে. কমান্ডার আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, গোপন সূত্রে খবর পেয়ে র্যাবের একটি দল টঙ্গীর মিলগেট এলাকার ডিসটিলারিস অ্যান্ড কেমিকেল লিমিটেড কারখানায় অভিযান চালায়। এ সময় কারখানায় নকল হ্যান্ড স্যানিটাইজার তৈরির অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও গাজীপুর সিটি করপোরেশনের টঙ্গী অঞ্চলের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা এসএম সোহরাব হোসেন ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিন লাখ টাকা জরিমানা করেন। সেই সঙ্গে কারখানার প্রায় ৩০ লাখ টাকার মালামাল জব্দ করা হয়।
আমিনুল ইসলাম/এএম/এমকেএইচ
সর্বশেষ - দেশজুড়ে
- ১ কুমিল্লায় প্রতীক বরাদ্দের দিনই শোডাউন, প্রার্থীকে জরিমানা
- ২ সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এম হাফিজ উদ্দিন মারা গেছেন
- ৩ শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে নোয়াখালীতে শিবিরের বিক্ষোভ
- ৪ ময়মনসিংহ বিএনপি-বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ-গুলি
- ৫ তারেক রহমানকে নিয়ে কটূক্তি করায় দিনাজপুরে যুবক গ্রেফতার