ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

রাজবাড়ীতে দিনে-দুপুরে একজনকে গুলি করে হত্যা

জেলা প্রতিনিধি | রাজবাড়ী | প্রকাশিত: ০১:৪৩ পিএম, ১৯ জুন ২০২০

রাজবাড়ী সদর উপ‌জেলার খানখানাপু‌রে শহীদ শেখ (৪৫) না‌মের এক ব্যবসায়ী‌কে গু‌লি ক‌রে হত্যা ক‌রে‌ছে দুর্বৃত্তরা। শুক্রবার দুপু‌রে ‌পৌ‌নে ১২টার দি‌কে খানখানাপুর ভাগলপুরের সেবা ইটভাটা এলাকায় এ ঘটনা ঘ‌টে‌।

শহীদ শেখ পাঁচু‌রিয়া ইউপির খোলাবাড়ীয়া গ্রা‌মের মৃত ইব্রা‌হিম শে‌খের ছে‌লে। তিনি সেবা ইটভাটা ব্যবসার সঙ্গে জ‌ড়িত ও খানখানাপুর সুরাজ মো‌হেনী ইন‌স্টি‌টিউটের ম্যা‌নে‌জিং ক‌মি‌টির সদস্য ব‌লে জানা ‌গে‌ছে।

খানখানাপুর ইউপি চেয়ারম্যান রেজাউল ক‌রিম লাল জানান, খানখানাপুর বাজার থে‌কে শহীদ না‌মের ওই ব্যবসায়ী মোটরসাইকেলে বাড়িতে ফিরছি‌লেন। ভাগলপু‌রের শাজাহা‌নের বাড়ির সাম‌নে পৌঁছা‌লে তার মাথায় গু‌লি ক‌রে হত্যার পর পা‌লি‌য়ে যায় দুর্বৃত্তরা। ত‌বে কী কার‌ণে এ ঘটনা ঘ‌টে‌ছে তা জা‌নেন না।

শহীদ শে‌খের ভাই নিজাম শেখ জানান, তার ভাইেয়ের সঙ্গে ক‌রো কোনো শত্রুতা ছিল না। কী কার‌ণে কে বা কারা তা‌কে হত্যা করে‌ছে সেটাও বল‌তে পার‌ছেন না।

সদর থানার ওসি স্বপন কুমার মজুমদার জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজবাড়ীর মর্গে পাঠানো হয়েছে। এই হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতারের ব্যাপারে অভিযান চালা‌চ্ছে পু‌লিশ।

রু‌বেলুর রহমান/আরএআর/এফএ/পিআর