লঞ্চের ধাক্কায় নৌকাডুবি, ৩৪ ঘণ্টা পর মিলল দম্পতির লাশ
ফাইল ছবি
পটুয়াখালীর বাউফলে ডাবল ডেকার লঞ্চ ঈগল-৪ এর ধাক্কায় নৌকা থেকে পড়ে নিখোঁজের ৩৪ ঘণ্টা পর ভাসমান অবস্থায় দম্পতির লাশ উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (১৯ জুন) বিকেলে আলোকি নদীর নুরাইনপুর পয়েন্টে ভাসমান অবস্থায় তাদের লাশ উদ্ধার করে এলাকাবাসী। তারা হলেন- আসলাম শরীফ (২২) ও তার স্ত্রী জান্নাত বেগম (১৮)।
পুলিশ ও স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার ভোরে নুরাইনপুর লঞ্চঘাটে ঢাকা-কালাইয়া রুটের যাত্রীবাহী লঞ্চ ঈগলের সঙ্গে একটি খেয়া নৌকার ধাক্কা লেগে উল্টে যায়। এতে নৌকার যাত্রীরা নদীতে পড়ে যায়। ঘটনাস্থলেই আনোয়ার হোসেন নামের এক ব্যক্তি মারা যান। একই ঘটনায় আসলাম ও তার স্ত্রী নিখোঁজ হন। শুক্রবার বিকেলে নিখোঁজের ৩৪ ঘণ্টা পর আসলাম ও তার স্ত্রীর লাশ ভেসে ওঠে।
কালাইয়া নৌ-পুলিশ ফাঁড়ির (এসআই) সোহাগ ফকির জানান, বিকেলে আলোকি নদীর নুরাইনপুর পয়েন্টে ভাসমান অবস্থায় দম্পতির লাশ এলাকাবাসী দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ লাশ উদ্ধার করে।
মহিব্বুল্লাহ্ চৌধুরী/এমএএস/পিআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ঘোড়া প্রতীকে ভোট চেয়ে বিপাকে হবিগঞ্জের স্বতন্ত্র প্রার্থী সুজাত
- ২ সীমান্ত পার হওয়ার সময় কুমিল্লায় হত্যা মামলার তিন আসামি গ্রেফতার
- ৩ বালুভর্তি ট্রাকে লুকানো ছিল দেড় কোটি টাকার চোরাই শাড়ি
- ৪ পুলিশকে এলোপাথাড়ি কুপিয়ে হাতকড়াসহ ছিনিয়ে নেওয়া হলো আসামিকে
- ৫ ভবন ছাড়তে উকিল নোটিশ, চুক্তির মেয়াদ শেষ হলেও চলছে কার্যক্রম