ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ট্রাকচাপায় বৃদ্ধা নিহত, চালক-হেলপারকে গণপিটুনি

জেলা প্রতিনিধি | পাবনা | প্রকাশিত: ০৪:১৭ পিএম, ২১ জুন ২০২০

পাবনায় রাস্তা পার হতে গিয়ে ট্রাকচাপায় প্রাণ হারিয়েছেন আমেনা খাতুন (৮৫) নামে এক বৃদ্ধা। রোববার (২১ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে পাবনা-ঢাকা মহাসড়কের জালালপুর বাজারে এ ঘটনা ঘটে।

এ সময় উত্তেজিত জনতা ট্রাকচালক ও হেলপারকে আটক করে গণপিটুনি দেয়। পরে পুলিশ তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য পাবনা জেনারেল হাসপাতালে পাঠায়।

নিহত আমেনা খাতুন সদর উপজেলার দোপকোলা গ্রামের আব্দুর রশিদ ফকিরের স্ত্রী।

মাধপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনজার্চ রেজাউল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগামী ট্রাক আমেনা খাতুনকে চাপা দেয়। প্রচণ্ড রক্তক্ষরণে ঘটনাস্থলেই তিনি মারা যান। ঘটনার পরপরই ট্রাকচালক দ্রুতবেগে পালানোর চেষ্টা করে। কিন্তু জালালপুর বাজারের লোকজন অন্য গাড়ি নিয়ে তাদের ধাওয়া করে মধুপুর নামক স্থানে ট্রাকসহ চালক ও হেলপারকে আটক করতে সক্ষম হন। এ সময় তারা চালক ও হেলপারকে গণপিটুনি দেন।

এফএ/এমকেএইচ