ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

বিয়ে নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলায় কৃষকের মৃত্যু

জেলা প্রতিনিধি | কুষ্টিয়া | প্রকাশিত: ০৪:৫৬ পিএম, ২৩ জুন ২০২০

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় বিয়ে সংক্রান্ত বিরোধ নিয়ে প্রতিপক্ষের হামলায় আবুল শাহ (৫৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৩ জুন) বেলা ১১টার দিকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। আবুল শাহ উপজেলার পিয়ারপুর ইউনিয়নের সলুয়া গ্রামের মৃত চেতন শাহের ছেলে। পারিবারিক বিরোধ নিয়ে সোমবার (২২ জুন) সকালে আবুল শাহের ওপর হামলা চালায় প্রতিপক্ষ। এতে তিনি গুরুতর আহত হন।

স্থানীয়রা জানায়, সোমবার সকাল ১০টার দিকে বাড়ির পাশের মাঠে কাজ করার সময় বিয়ে নিয়ে বিরোধে আবুল শাহের সঙ্গে কথা কাটাকাটি হয় প্রতিবেশী মইজুদ্দিন শাহের। একপর্যায়ে ক্ষুব্ধ হয়ে মইজুদ্দিন শাহ ধারালো হাসুয়া দিয়ে আবুল শাহের পেটে আঘাত করলে নাড়িভুঁড়ি বের হয়ে যায়। তাকে উদ্ধার করে কুষ্টিয়া হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার তিনি মারা যান।

দৌলতপুর থানা পুলিশের ওসি এসএম আরিফুর রহমান বলেন, বিয়ে সংক্রান্ত বিরোধ নিয়ে প্রতিপক্ষের হামলায় আবুল শাহের মৃত্যু হয়েছে। এ ঘটনায় এখনও মামলা হয়নি। তদন্ত করে ব্যবস্থা নেবে পুলিশ।

আল-মামুন সাগর/এএম/এমএস