দুর্ঘটনায় ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধি নিহত
প্রতীকী ছবি
ফেনীর সহদেবপুরে ট্রেনে কাটা পড়ে রবিউল হক (২৮) নামে ওষধ কোম্পানির এক বিক্রয় প্রতিনিধি নিহত হয়েছেন। শনিবার রাত সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় পাওয়া যায়নি।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনটি ফেনী স্টেশনে প্রবেশ করার সময় ধাক্কায় রবিউল হক ঘটনাস্থলে নিহত হয়। তিনি খান ইন্টারন্যাশনাল নামক একটি ওষধ কোম্পানির বিক্রয় প্রতিনিধি হিসেবে ফেনীতে কর্মরত ছিলেন।
ফেনী রেলওয়ে স্টেশনের মাস্টার মাহবুবুর রহমান নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
জহিরুল হক মিলু/এআরএ/পিআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ স্বাস্থ্যের ডিজির সঙ্গে তর্কে জড়ানো চিকিৎসককে অব্যাহতি ও শোকজ
- ২ মৃতের বাড়ি থেকে ফেরার পথে সড়কে লাশ হলেন শাশুড়ি-পুত্রবধূ
- ৩ গাজীপুরে ভাড়া ফ্ল্যাটের দরোজা ভেঙে প্রধান শিক্ষিকার মরদেহ উদ্ধার
- ৪ নির্বাচন কমিশন মেরুদণ্ডহীন, ইউনূসের হাত রক্তে রঞ্জিত
- ৫ ঠাকুরগাঁওয়ে সারের ডিলারশিপ বাঁচাতে পদ ছাড়লেন ইউপি চেয়ারম্যান