ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

অস্ত্র-গুলিসহ যুবক গ্রেফতার

জেলা প্রতিনিধি | রাজবাড়ী | প্রকাশিত: ০২:২৮ পিএম, ২৪ জুন ২০২০

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর থেকে অস্ত্র ও গুলিসহ লিটন মিয়া (২৬) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (২৩ জুন) দিবাগত গভীর রাতে ইসলামপুর ইউনিয়নের রামদিয়া ঈদগাহ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার লিটন মিয়া ইসলামপুরের কাউন্নাইর গ্রামের ওমর আলী মিয়ার ছেলে।

বালিয়াকান্দি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম আজমল হুদা বলেন, রাতে গোপন সংবাদের ভিত্তিতে ইসলামপুর এলাকায় অভিযান পরিচালনা করে পুলিশ। এ সময় একাধিক মামলার আসামি সন্ত্রাসী লিটন মিয়াকে বিপুল পরিমাণ অস্ত্র ও গুলিসহ গ্রেফতার করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে তার সহযোগী কামরুলসহ চারজন পালিয়ে যান।

ওসি আরও জানান, ঘটনাস্থল থেকে একটি খেলনা পিস্তল, দুটি চাইনিজ কুড়াল, একটি তলোয়ার, একটি চাপাতি, তিনটি ছুরি, দুটি ল্যাপটপ, দুটি মোটরসাইকেল, দুটি মোবাইল ফোন ও ইয়ারগানের শতাধিক গুলি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় থানায় অস্ত্র আইনে থানায় মামলা করা হয়েছে।

রুবেলুর রহমান/আরএআর/এমকেএইচ