ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

বিএনপি নেতা হাবিবুর রহমান গ্রেফতার

জেলা প্রতিনিধি | নারায়ণগঞ্জ | প্রকাশিত: ০৬:৪১ পিএম, ২৪ জুন ২০২০

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবুকে (৫০) গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৩ জুন) রাতে উপজেলার দক্ষিণ পাড়া এলাকার বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। বুধবার (২৪ জুন) দুপুরে বিস্ফোরক আইনের মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে আদালতে পাঠায় পুলিশ।

গ্রেফতার হাবিবুর রহমান হাবু উপজেলার দক্ষিণ পাড়া এলাকার ইমান আলী মাস্টারের ছেলে। তাকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন আড়াইহাজার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম।

ওসি বলেন, হাবিবুর রহমান হাবুর বিরুদ্ধে ২০১৩ সালের একটি বিস্ফোরক মামলায় আদালতের গ্রেফতারি পরোয়ানা ছিল। ওই পরোয়ানায় তাকে গ্রেফতার করা হয়েছে।

মো. শাহাদাত হোসেন/এএম/এমএস