ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

অসহায়দের বাড়ি বাড়ি গিয়ে চাল পৌঁছে দিলেন চেয়ারম্যান

জেলা প্রতিনিধি | সিরাজগঞ্জ | প্রকাশিত: ০৩:৪০ পিএম, ২৫ জুন ২০২০

করোনা দুর্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে সিরাজগঞ্জের তাড়াশে গরিব, দুঃখী ও অসহায় ৩৩৮টি পরিবারের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৫জুন) সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার তাড়াশ সদর ইউনিয়নের ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের বরাদ্দকৃত (জিআর) ১০ কেজি করে চাল গরিব ও অসহায় মানুষের বাড়ি বাড়ি গিয়ে পৌঁছে দেন সদর ইউপি চেয়ারম্যান বাবুল শেখ।

jagonews24

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী শিক্ষা অফিসার (ট্যাগ) আব্দুল লতিফ ও ইউপি সদস্য আকতার হোসেন প্রমুখ।

তাড়াশ সদর ইউপি চেয়ারম্যান বাবুল শেখ বলেন, স্বাস্থ্যবিধি মেনে ও সামাজিক দূরুত্ব বজায় রেখে ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের বরাদ্দকৃত চাল বাড়ি বাড়ি গিয়ে পৌঁছে দেয়া হয়েছে।

ইউসুফ দেওয়ান রাজু/এফএ/এমকেএইচ