ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

খাদ্যবান্ধবের ১৭৪ বস্তা চাল পাচারকালে ডিলার আটক

জেলা প্রতিনিধি | গাইবান্ধা | প্রকাশিত: ০২:১৫ এএম, ০২ জুলাই ২০২০

গাইবান্ধায় খাদ্যবান্ধব কর্মসূচির ১৭৪ বস্তা চাল পাচারকালে আব্দুল আজিজ নামে এক ডিলারকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ ঘটনায় ট্রাকজব্দসহ ট্রাকচালক রাজুকেও আটক করা চয়।

বুধবার (১ জুলাই) বিকেলে গাইবান্ধা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজার রহমান বিষয়টি নিশ্চিত করেন। এর আগে সকালে অভিযান চালিয়ে চালগুলো জব্দ করা হয়।

আটক আব্দুল আজিজ সাঘাটা উপজেলার কামালের পাড়া ইউনিয়নের সুজালপুর গ্রামের চাল ব্যবসায়ী এবং ডিলার। ট্রাকচালক রাজুর বাড়ি মাদারীপুরে।

ওসি মোস্তাফিজার রহমান বলেন, ডিলার আজিজকে বেশ কিছু দিন পর্যবেক্ষণে রেখে নিশ্চিত হয়েই আমরা অভিযানটি পরিচালনা করি এবং চালভর্তি ট্রাক ও চালকসহ তাকে আটক করি।

গাইবান্ধার পুলিশ সুপার (এসপি) মুহাম্মদ তৌহিদুল ইসলাম বলেন, আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে।

জাহিদ খন্দকার/বিএ