ভাঙ্গা উপজেলা বিএনপির ত্রিবার্ষিক সম্মেলন সম্পন্ন
ফরিদপুরের ভাঙ্গা উপজেলা বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে উপজেলার ডাকবাংলো সংলগ্ন মাঠে সম্মেলন উদ্বোধন করেন ফরিদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. সৈয়দ মোদাররেছ আলী ঈছা।
ভাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি ইকবাল হোসেন সেলিমের সভাপতিত্বে সম্মেলনে, প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির সহ-শিল্প বিষয়ক সম্পাদক জহিরুল হক শাহজাদা মিয়া। বিশেষ অতিথি ছিলেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য শামা ওবায়েদ রিংকু। এছাড়া জেলা ও উপজেলা বিএনপির বিপুল সংখ্যক নেতাকর্মী সম্মেলনে উপস্থিত ছিলেন।
দলকে এগিয়ে নিতে তৃণমূল পর্যায়ে ঐক্যবদ্ধ ও আন্তরিকতার সঙ্গে কাজ করার জন্য সকলের প্রতি আহ্বান জানান বক্তারা।
এস এম তরুণ/এআরএ/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ তারেক রহমানের জনসভা: গাজীপুরের রাজবাড়ী ময়দানে উৎসব আমেজ
- ২ মিছিল মুখোমুখি হতেই বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ১২
- ৩ কিবরিয়া হত্যার ২১ বছর: চার্জশিট প্রতারণামূলক বললেন রেজা কিবরিয়া
- ৪ ১৯ বছর পর নেতাকে বরণে প্রস্তুত হচ্ছেন বগুড়ার বিএনপি নেতাকর্মীরা
- ৫ স্বতন্ত্র প্রার্থীর প্রচারণা, প্রতিবন্ধীকে পেটালেন বিএনপি কর্মীরা