ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

নদীতে ভেসে যাচ্ছিল হাত-পা ও চোখ বাঁধা লাশ

জেলা প্রতিনিধি | গাইবান্ধা | প্রকাশিত: ০১:৩০ পিএম, ০৭ জুলাই ২০২০

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার করতোয়া নদী থেকে হাত-পা ও চোখ বাঁধা অবস্থায় অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (০৭ জুলাই) বেলা ১১টার দিকে করতোয়া নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানায়, গোবিন্দগঞ্জ উপজেলার তালুক কানুপুর ইউনিয়নের পারসুন্দইল গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া করতোয়া নদীতে মরদেহ ভেসে যাচ্ছিল। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে মরদেহ উদ্ধার করে পুলিশ।

গোবিন্দগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মেহেদী হাসান বলেন, নিহত ব্যক্তির আনুমানিক বয়স ৩০ বছর হবে। মরদেহের হাত-পা ও চোখ বাঁধা ছিল। দুই-তিনদিন আগে তাকে হত্যা করে মরদেহ নদীতে ভাসিয়ে দেয়া হয়।

জাহিদ খন্দকার/এএম/জেআইএম