ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

চুয়াডাঙ্গায় আইসোলেশন ওয়ার্ডে বৃদ্ধের মৃত্যু

জেলা প্রতিনিধি | চুয়াডাঙ্গা | প্রকাশিত: ০৮:২১ এএম, ০৯ জুলাই ২০২০

করোনা উপসর্গ নিয়ে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডের ‘হলুদ এলাকায়’ এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। বুধবার রাতে তিনি মারা যান। তিনি জ্বর, কাশি, ঠান্ডা ও শ্বাসকষ্ট নিয়ে ভর্তি হাসপাতালে ভর্তি ছিলেন।

এছাড়া নতুন করে চুয়াডাঙ্গায় পুলিশ সদস্য, ব্যাংক কর্মকর্তাসহ ৭ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। জেলায় এ পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ২৭৬ জন।

করোনা উপসর্গ নিয়ে মারা যাওয়া জমসেদ আলি (৬৭) দামুড়হুদা উপজেলার কাদিপুর গ্রামের গাংপাড়ার মৃত শুকুর আলির ছেলে।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. শামিম কবির বলেন, মঙ্গলবার দুপুর ১২টার দিকে জমসেদ আলি করোনা উপসর্গ নিয়ে সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডের হলুদ জোনে ভর্তি হন। বুধবার সকালে তার নমুনা সংগ্রহ করা হয়। বিকেল থেকে তার অবস্থার অবনতি হয়। রাত ৯টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। হাসপাতাল থেকে স্বাস্থ্যবিধি মেনে লাশ গ্রামে নেয়া হয়। রাতেই গ্রামের কবরস্থানে দাফন সম্পন্ন হয়েছে।

এদিকে চুয়াডাঙ্গা সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাব থেকে বুধবার রাতে চুয়াডাঙ্গা সিভিল সার্জন অফিসে নতুন ৫০টি রিপোর্ট আসে। এর মধ্যে ৭ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এদের মধ্যে চুয়াডাঙ্গা সদর উপজেলায় ৩ জন, আলমডাঙ্গা উপজেলায় ২ জন, দামুড়হুদা উপজেলার দর্শনায় ১ জন ও জীবননগর উপজেলায় ১ জন।

সালাউদ্দীন কাজল/এফএ/পিআর