জামায়াত-শিবির কর্মীসহ সাতক্ষীরায় আটক ৩৫
সাতক্ষীরা জেলার বিভিন্ন স্থানে রোববার রাতে পুলিশ অভিযান চালিয়ে ১০ জামায়াত-শিবির কর্মীসহ ৩৫ জনকে আটক করেছে।
আটককৃতরা হলেন- সাতক্ষীরা সদর উপজেলা থেকে জামায়াত কর্মী শাহানুর, আব্দুর রহমান, আবু হাসান, আব্দুর রশিদ ও আব্দুল আলিম। কালিগঞ্জ থেকে শিবির কর্মী আতিয়ার রহমান ও জামায়াত কর্মী সাইদুজ্জামানসহ মোট ৩৫ জন।
এ দিকে জামায়াতের ডাকা হরতালের তৃতীয় দিন সোমবারও ভোমরা স্থল বন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম রয়েছে স্বাভাবিক। নাশকতা এড়াতে সাতক্ষীরা শহরের বিভিন্ন স্থানে পুলিশ ও র্যাব টহল দিচ্ছে। সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার সৈয়দ মোদ্দাচ্ছের হোসেন আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ফিটনেস-অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছাড়া সেন্টমার্টিনে যাবে না জাহাজ
- ২ চুরির অভিযোগে তিনজন আটক, ব্রিটিশ পাসপোর্ট-স্বর্ণালংকার উদ্ধার
- ৩ কুমিল্লা-১ আসনে মনোনয়নপত্র নিলেন ছাত্র অধিকারের কেন্দ্রীয় সভাপতি
- ৪ ৪ মাসে পাগলা মসজিদের দানবাক্সে মিললো ১১ কোটি ৭৮ লাখ টাকা
- ৫ সেন্টমার্টিনগামী জাহাজে আগুন, অল্পের জন্য রক্ষা পান ১৯৪ যাত্রী