নাশকতার মামলায় ইসলামী ব্যাংক হাসপাতালের ডিডি কারাগারে
ফাইল ছবি
রাজশাহী ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ হাসপাতালের উপ পরিচালক (ডিডি) ডা. মামুন-অর-রশিদকে (৪৭) নাশকতার মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
সোমবার বিকেলে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
মহানগরীর শাহ মখদুম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রউফ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, বিগত সময়ে হরতাল-অবরোধে নাশকতার ঘটনায় দায়ের করা পুরনো একাধিক মামলায় তাকে গ্রেফতার দেখানো হয় । সোমবার বিকেলে মামুন অর রশিদকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
প্রসঙ্গত, মহানগরীর শাহ মখদুম থানাধীন বায়া বাজার থেকে রোববার রাতে রাজশাহী ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ হাসপাতালের উপ পরিচালক (ডিডি) ডা. মামুন অর রশিদকে আটক করা হয়। আটকের পর প্রথমে তাকে বায়া পুলিশ ফাঁড়িতে নেওয়া হয়। পরে তাকে শাহ মখদুম থানায় নিয়ে যাওয়া হয়।
শাহরিয়ার অনতু/এমএএস/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ দেশের জন্য আবু সাঈদের মতো বুক পেতে দিতে রাজি আছি: জামায়াত আমির
- ২ ফরিদপুরে মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ
- ৩ ভোট চাইতে গেলেই এ্যানিকে পান-সুপারি-পিঠা নিয়ে বরণ করছেন ভোটাররা
- ৪ কুমিল্লায় বিদেশি পিস্তল ও গুলিসহ গ্রেফতার সরকারি কৌঁসুলি কারাগারে
- ৫ সৎ-যোগ্য নেতাকে ভোট দিতে বলায় খতিবকে মারতে গেলেন মুসল্লিরা