ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

মাছ ধরতে গিয়ে বজ্রপাতে শ্বশুর নিহত, জামাই আহত

জেলা প্রতিনিধি | নওগাঁ | প্রকাশিত: ০৪:৩৭ এএম, ১১ জুলাই ২০২০

নওগাঁর পত্নীতলায় বজ্রপাতে জীবন উড়াও (৪০) নামে এক আদিবাসীর মৃত্যু হয়েছে। এতে তার জামাই নয়ন উড়াও (২৬) আহত হয়েছেন। শুক্রবার (১০ জুলাই) সন্ধ্যায় উপজেলার পাটিচোরা ইউনিয়নের শালিগ্রাম গ্রামে মাছ মারার সময় বজ্রপাতের এ ঘটনা ঘটে।

জীবন উড়াও উপজেলার কিষ্টপুর ইউনিয়নের কামারপাড়া গ্রামের বুদু উড়াওয়ের ছেলে।

স্থানীয়রা জানান, জীবন উড়াও জামাইয়ের বাড়িতে বেড়াতে এসে সন্ধ্যার আগে বাড়ির পাশে মাঠে জামাইয়ের সঙ্গে মাছ ধরতে যান। তখন বৃষ্টি শুরু হলে বজ্রপাতে ঘটনাস্থলেই জীবন উড়াও মারা যান এবং নয়ন গুরুতর আহত হন। নয়নকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিমল কুমার চক্রবর্তী বিষয়টি নিশ্চিত করেছেন।

জেডএ