ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

সীমান্তে ৫১ ভরি স্বর্ণসহ নারী আটক

জেলা প্রতিনিধি | সাতক্ষীরা | প্রকাশিত: ০২:০৫ পিএম, ১৫ জুলাই ২০২০

ভারতে পাচারকালে সাতক্ষীরার ভোমরা সীমান্তে ৫১ ভরি ওজনের পাঁচটি স্বর্ণের বারসহ এক নারী চোরাচালানিকে আটক করেছে বিজিবি। বুধবার সকালে ভোমরা বাজার থেকে তাকে আটক করা হয়।

আটক চোরাচালানি আছিয়া বেগম (৬৫) সাতক্ষীরা শহরের ইটাগাছা এলাকার ইয়ামুদ্দীনের স্ত্রী।

বিজিবির ভোমরা কোম্পানি কমান্ডার সুবেদার আশরাফুল ইসলাম জানান, গোপন সংবাদে সীমান্তবর্তী এলাকা ভোমরা বাজারে অভিযান চালানো হয়। এ সময় চোরাকারবারি এক নারীকে আটক করা হয়। তার কাছ থেকে ৫৯৬ গ্রাম (৫১ ভরি) ওজনের পাঁচটি স্বর্ণের বার উদ্ধার করা হয়।

সাতক্ষীরা ৩৩ বিজিবির অধিনায়ক লে. কর্নেল গোলাম মহিউদ্দিন খোন্দকার জানান, স্বর্ণগুলো ভারতে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। জব্দ করা এ স্বর্ণের মূল্য ৩৪ লাখ টাকারও বেশি। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

আকরামুল ইসলাম/এফএ/জেআইএম