হাজার ছাড়িয়েছে দিনাজপুরে করোনা আক্রান্তের সংখ্যা
প্রতীকী ছবি
দিনাজপুরে করোনায় আক্রান্তের সংখ্যা হাজার ছাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন ২২ জনসহ মোট ১০৭৩ জন আক্রান্ত হয়েছেন। এ পর্যন্ত মারা গেছেন ২১ জন।
আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছেন ৬৩২ জন। সিভিল সার্জনের তত্ত্বাবধানে দিনাজপুর জেলায় প্রাতিষ্ঠানিক ও হোম আইসোলেশনে আছেন ৪০৫ জন ও হাসপাতালে ভর্তি রয়েছেন ১৫ জন করোনা রোগী।
দিনাজপুরে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা প্রতিদিনই বাড়ছে। বাড়ছে মৃত্যুও। করোনায় আক্রান্ত হয়ে এখন পর্যন্ত চিকিৎসক, পুলিশ, জনপ্রতিনিধি, শিক্ষক, গার্মেন্টস কর্মী, ইমামসহ ২১ জন মারা গেছেন। এদের মধ্যে সদরে ৫ জন, চিরিরবন্দরে ৪ জন, বীরগঞ্জে ২ জন, বোচাগঞ্জে ২ জন, ফুলবাড়ীতে ২ জন, নবাবগঞ্জে ২ জন, বিরামপুরে ১ জন, কাহারোরে ১ জন, খানসামায় ১ জন ও পার্বতীপুরে ১ জন মারা গেছেন।
দিনাজপুরের সিভিল সার্জন ডা. মো. আব্দুল কুদ্দুছ জানান, দিনাজপুরে ১৫ জুলাই পর্যন্ত নমুনা সংগ্রহ করা হয়েছে ৮৬৩৪ জনের, আর নমুনা পরীক্ষা করা হয়েছে ৮৫১৯ জনের।
এমদাদুল হক মিলন/এফএ/পিআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ গাজীপুরে পিকআপের সঙ্গে সংঘর্ষে বাইকচালক নিহত
- ২ প্রথমে অস্ত্র ছিনিয়ে র্যাব কর্মকর্তার পায়ে গুলি, পরে পিটিয়ে হত্যা
- ৩ সংস্কারের লক্ষ্যে গণভোটে ‘হ্যাঁ’ বলা সময়ের দাবি: আলী রীয়াজ
- ৪ যাত্রীবাহী লঞ্চ থেকে জব্দ ৫০ মণ জাটকা এতিম-দুস্থদের মাঝে বিতরণ
- ৫ গণভোট আগামীর বাংলাদেশকে সামনের দিকে নিয়ে যাবে: আদিলুর রহমান