ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

প্রেমিকের ডাকে রাতে ঘর থেকে বেরিয়ে কিশোরীর সর্বনাশ

জেলা প্রতিনিধি | লক্ষ্মীপুর | প্রকাশিত: ০৮:৩৩ এএম, ১৭ জুলাই ২০২০

লক্ষ্মীপুরের রায়পুরে কিশোরীকে (১৮) ডেকে নিয়ে ধর্ষণের ঘটনায় মো. মামুন নামে এক যুবকের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। অভিযুক্ত মামুন উপজেলার উত্তর চরবংশী ইউনিয়নের মদিনা বাজার এলাকার দলিল লেখক হোসেনের ছেলে।

জানা গেছে, ১০ জুলাই ওই কিশোরী বাদী হয়ে ধর্ষণের ঘটনায় হাজীমারা পুলিশ ফাঁড়িতে মামুনের বিরুদ্ধে লিখিত অভিযোগ করে। ৭ দিন পর বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেলে একই অভিযোগ রায়পুর থানায় করা হয়।

এ ব্যাপারে রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল আজিজ বলেন, বৃহস্পতিবার লিখিত অভিযোগটি পেয়েছি। আমি নিজেই অভিযোগটি তদন্ত করছি। কেউ পার পাবে না।

অভিযোগ সূত্রে জানা যায়, প্রায় ৪ বছর ধরে প্রতিবেশী মামুনের সঙ্গে ওই কিশোরীর প্রেমের সম্পর্ক রয়েছে। গত ৬ মাস থেকে বিয়ের প্রলোভন দেখিয়ে মামুন তার সঙ্গে একাধিকবার শারীরিক সম্পর্কে লিপ্ত হয়। গত ৪ জুলাই রাত ১২টার দিকে কিশোরীকে ঘর থেকে ডেকে নেয় মামুন। পরে তাকে বাড়ির পাশে খোলা স্থানে নিয়ে ধর্ষণ করে।

এক পর্যায়ে চিৎকার শুনে কিশোরীর বাবা-মা ছুটে গেলে মামুন পালিয়ে যায়। পরে পুরো ঘটনা কিশোরী তার বাবা মাকে জানায়। এ ব্যাপারে বিচারের নামে গ্রাম্য মাতব্বরদের কালক্ষেপণে থানায় অভিযোগ করতে দেরি হয়। অভিযুক্ত মামুনের উপযুক্ত বিচার দাবি করেন ওই কিশোরী।

কাজল কায়েস/এফএ/এমএস