ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ব্রিজের পাটাতন ভেঙে বান্দরবানের দুই উপজেলার যোগাযোগ ব্যাহত

জেলা প্রতিনিধি | বান্দরবান | প্রকাশিত: ১০:৩৩ এএম, ১৭ জুলাই ২০২০

ইয়াংছা ব্রিজের পাটাতন ভেঙে বান্দরবানের লামা ও আলীকদম সড়কে ভারি যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে সংস্কার না করার কারণে জেলার লামা ও আলীকদম উপজেলার প্রধান সড়ক লামা-চকরিয়া সড়কের ইয়াংছা ব্রিজের পাটাতন ভেঙে পড়ে। এর ফলে রাত থেকে জেলার এই দুই উপজেলার সড়ক পথে ভারি যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। ঘটনার পর বড় ধরনের বিপদ এড়াতে স্থানীয়রা ব্রিজে লাল নিশানা উড়িয়ে দিয়েছে। দ্রুত সংস্কার করা না হলে শুক্রবার থেকে জেলার উপজেলাগুলোতে ভারি যানবাহনে পণ্যসহ যাত্রী পরিবহন বন্ধ থাকবে।

এ ব্যাপারে লামা উপজেলা চেয়ারম্যান মোস্তফা জামাল বলেন, দীর্ঘদিন ধরে ব্রিজটির বেহাল অবস্থা হলেও সংস্কার না করার ফলে পাটাতন ভেঙে ভারি যান চলাচল বন্ধ হয়ে যায়, ব্রিজটি দ্রুত সচল করার দারি জানান তারা।

সৈকত দাশ/এফএ/এমএস