ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

স্বাস্থ্যবিধি মেনে শুরু হয়েছে ব্যতিক্রমী এক গরুর হাট

জেলা প্রতিনিধি | ফরিদপুর | প্রকাশিত: ০৫:৪১ পিএম, ১৯ জুলাই ২০২০

সারাদেশের বেশির ভাগ জায়গাতেই যেখানে সামাজিক দূরত্ব ও মাস্ক ব্যবহার নিশ্চিত করতে ব্যর্থ হচ্ছে গরুর হাটের আয়াজকরা সেখানে ফরিদপুরের সিএন্ডবি ঘাটে স্বাস্থ্যবিধি মেনে শুরু হয়েছে ব্যতিক্রমী এক গরুর হাট।

গতকাল শনিবার (১৮ জুলাই) থেকে শুরু হওয়া এ হাট চলবে আসন্ন ঈদুল আজহার আগের দিন পর্যন্ত। টানা ১৪ দিন ফরিদপুরের একমাত্র নৌবন্দর সিএন্ডবি ঘাটের পাশে পদ্মা নদীর তীরে এ গরুর হাটে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসতে শুরু করেছে গরু ও ব্যাপারীরা। এলাকাবাসীর দাবি শহরতলীর এ নিরাপদ ও যানজটমুক্ত পরিবেশে চালু হওয়া এ হাটটিকে স্থায়ী করার।

Faridpur-(3).jpg

সরেজমিনে হাটে গিয়ে দেখা যায়, তিন একর জায়গার উপর শুরু হওয়া এ হাটে আগত ক্রেতা-বিক্রেতাদের জন্য হ্যান্ডস্যানিটাইজার, মাক্স ও হাত ধোয়ার ব্যবস্থা করেছে হাট কর্তৃপক্ষ। পাশাপাশি আগত ক্রেতা ও গরুসহ বিক্রেতাদের সামাজিক দূরত্ব নিশ্চিত করতে স্থানীয় গ্রাম পুলিশ সদস্যদের সহায়তা নেয়া হয়েছে।

পদ্মা নদী সংলগ্ন এ হাট হওয়ায় উপকৃত হচ্ছে ক্রেতা ও বিক্রেতা উভয়ই। বিক্রতারা ট্রলারে গরু নিয়ে সরাসরি হাটে গিয়ে ভিড়ছেন। একইভাবে গরু ব্যবসায়ীরা ওইসব গরু কিনে ট্রলারযোগে দেশের বিভিন্ন অঞ্চলে যাচ্ছেন নৌপথে। এছাড়াও এ হাটে আগতদের নিরাপত্তার জন্য রয়েছে সিসিটিভি ও সন্ধ্যা থেকে লাইটিংয়ের ব্যবস্থা।

Faridpur-(3).jpg

এ ব্যাপারে স্থানীয় ডিক্রিরচর ইউপি চেয়ারম্যান মেহেদী হাসান মিন্টু বলেন, শহরের ব্যস্ততম এলাকায় প্রধান সড়কের পাশে টেপাখোলা গরুর হাট বসায় শহরবাসী চরম ভোগান্তি পোহাচ্ছে এবং নির্বিঘ্নে গরু কেনা-বেচাও করতে পারে না মানুষ। এসব চিন্তা করেই এ এলাকার মানুষ প্রশাসনের অনুমতি নিয়ে ঈদ পর্যন্ত বিশেষ এই গরুর হাটের আয়োজন করেছি। জনস্বার্থে এ হাট স্থায়ী করার জন্য সরকারের কাছে দাবি জানাই।

বি কে সিকদার সজল/এমএএস/এমএস