পাবনায় দুর্ধর্ষ সন্ত্রাসী নিস্তার গ্রেফতার
পাবনার বেড়া উপজেলার ঢালারচরের তিন পুলিশ হত্যাসহ একাধিক মামলার পলাতক আসামি দুর্ধর্ষ সন্ত্রাসী নিস্তার ওরফে জাহিদ ওরফে নিজাম (৩৫) র্যাবের অভিযানে গ্রেফতার হয়েছেন। র্যাব সদস্যরা মঙ্গলবার দুপুরে পাবনা সদর উপজেলার দুবলিয়া বাজার থেকে তাকে গ্রেফতার করে।
র্যাব-১২ পাবনা ক্যাম্পের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) ওসমান গনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে এএসপি মো. আব্দুল হাই সরকার এর নেতৃত্বে একটি দল তাকে গ্রেফতারের পর মঙ্গলবার পাবনা থানায় সোপর্দ করে।
র্যাব কর্মকর্তা আরো জানান, নিস্তার একজন কুখ্যাত ও অস্ত্রধারী সন্ত্রাসী। তিনি এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছে। তার ভয়ে প্রকাশ্যে কেউ সাক্ষী দিতে সাহস পায় না। তার বিরুদ্ধে ৩ পুলিশ হত্যা মামলাসহ কুষ্টিয়া ও পাবনায় একাধিক মামলা বিচারাধীন রয়েছে।
একে জামান/এসএস/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ জুলাই যোদ্ধারা আমাদের স্বাধীনতাকে রক্ষা করেছে: তারেক রহমান
- ২ ‘জয় বাংলা’ স্লোগান নিয়ে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষ, আহত ৭
- ৩ নারায়ণগঞ্জে শীতের রাতেও তারেক রহমানের অপেক্ষায় হাজারো মানুষ
- ৪ বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ, আহত ২০
- ৫ আওয়ামী লীগ ছাড়া নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন সম্ভব নয়