ঝিনাইদহে দেয়াল চাপা পড়ে দুই শিশু নিহত
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার সানবান্দা গ্রামে বাড়ির গেটের দেয়াল চাপা পড়ে দুই শিশু নিহত হয়েছে। মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, উপজেলার সানবান্দা গ্রামের মিলন হোসেনের মেয়ে চাঁদনী (৮) এবং একই গ্রামের আকালের মেয়ে নিশি (৭)। চাঁদনী এবং নিশি দু’জনই স্থানীয় সানবান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী।
কালীগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, বিকেল সাড়ে ৪টার দিকে নিশি ও চাঁদনী বাড়ির গেটের দেয়ালে উপর বসে খেলা করছিল। এসময় দেয়াল ভেঙে তারা চাপা পড়ে। সেখান থেকে তাদের আহত অবস্থায় উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার পথে তারা মারা যায়।
এমএএস/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ স্বাধীনতা বিরোধীরা সাধারণ ক্ষমার সম্মান দিতে জানেনি : এ্যানি
- ২ চাঁদপুর-৩ আসনে মনোনয়নপত্র সংগ্রহ করলেন বিএনপি প্রার্থী মানিক
- ৩ জামায়াত মুক্তিযুদ্ধের বিরুদ্ধে ছিল না, ছিল ভারতের বিরুদ্ধে
- ৪ আমরা একটি সম্প্রীতির বাংলাদেশ চাই: জামায়াত নেতা আবদুল হালিম
- ৫ আমরা স্বাধীনতার চেতনাকে শুধু কথায় নয়, অন্তরে ধারণ করি