ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

পানি বেড়েছে গাজীপুরেও, তবে বন্যামুক্ত

জেলা প্রতিনিধি | গাজীপুর | প্রকাশিত: ০৬:৪৪ পিএম, ২০ জুলাই ২০২০

দেশের উত্তরাঞ্চল ও মধ্যাঞ্চলসহ বিভিন্ন এলাকায় নদ-নদীর পানি বৃদ্ধি পেয়ে বন্যা কবলিত হলেও গাজীপুর এখন পর্যন্ত বন্যার কবল থেকে মুক্ত রয়েছে। এমনিতে গাজীপুরের অধিকাংশ এলাকা উঁচু ভূমি সম্পন্ন হওয়ায় এবং এলাকার নদ-নদীর পানি স্বাভাবিকের চেয়ে বৃদ্ধি না পাওয়ায় গাজীপুরে এখনও বন্যা দেখা দেয়নি।

রাজধানী ঢাকার সন্নিকটে অবস্থিত হওয়ায় এবং ঢাকার আশপাশের নদীর পানি বিপৎসীমা অতিক্রম না করায় গাজীপুর বন্যা কবলিত হয়নি এমন অভিমত স্থানীয় কর্তৃপক্ষের।

gazipur

অপেক্ষাকৃত উঁচু ভূমি হওয়ার সুবাদে গাজীপুর বন্যামুক্ত এলাকা এমনটিই সংশ্লিষ্ট অনেকেই মনে করেন। জেলার মধ্য দিয়ে শীতলক্ষ্যা, তুরাগ, চিলাইসহ বেশ কয়েকটি নদী প্রবাহিত হচ্ছে।এছাড়া বেলাই বিলসহ জেলায় অনেক নিম্নাঞ্চল রয়েছে। ভরা বর্ষা মৌসুমে নদ-নদীর ও নিম্নাঞ্চলের পানি বৃদ্ধি পেলেও তা কোথাও এখন পর্যন্ত বিপৎসীমা অতিক্রম করেনি। তাই স্বাভাবিকভাবেই গাজীপুর বন্যা কবলিত হয়নি। তবে পানি বৃদ্ধি অব্যাহত থাকলে গাজীপুরেও বন্যা দেখা দিতে পারে বলেও আশঙ্কা নিম্নাঞ্চল এলাকার বাসিন্দাদের।

বিশেষ করে জেলার কালিয়াকৈর উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ায় এখানকার মৎস্য খামারিরা আতঙ্কের মধ্যে রয়েছেন।

gazipur

উপজেলার বোয়ালী রঘুনাথপুর এলাকার বিশিষ্ট মৎস্য খামারের মালিক উৎপল কুমার রক্ষিত জানান, পানি আরও বৃদ্ধি পেলে বিভিন্ন মাছের ঘেরের বাঁধ ভেঙে যেতে পারে। ফলে তারা ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখিন হবেন বলে আশঙ্কা করছেন।

এ ব্যাপারে গাজীপুরের জেলা প্রশাসক এস এম তরিকুল ইসলাম জানান, জেলার বিভিন্ন নদ-নদীর পানি বৃদ্ধি পেয়ে অপেক্ষাকৃত নিম্নাঞ্চল প্লাবিত হলেও জেলা বন্যায় আক্রান্ত হয়েছে তা বলা যাবে না।

আমিনুল ইসলাম/এমএএস/জেআইএম