খাবারে বিষক্রিয়ায় হাসপাতালে ৯ শিক্ষার্থী
নওগাঁয় একটি মাদ্রাসায় খাবারে বিষক্রিয়ায় ৯ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। চিকিৎসার জন্য তাদের নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। শিক্ষার্থীরা হলো এরশাদুল ইসলাম, মাসুম, আকাশ, আব্দুল্লাহ, মিথন, অনিক, সোহরাব, জাকারিয়া ও সাব্বির হোসেন।
মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে সদর উপজেলার শৈলগাছী ইউনিয়নে মকরামপুর সিদ্দিকা দারুল উলুম হাফেজিয়া এতিমখানা মাদ্রাসায় এ ঘটনা ঘটে। সবার বয়স ৮ থেকে ১২ বছরের মধ্যে।
মাদ্রাসার পচিলালক ইমরান হোসাইন জানান, মাদ্রাসায় থেকে ২২ জন ছাত্র পড়াশুনা করে। প্রতিদিনের ন্যায় দুপুরে রান্না করা খাবারের অবশিষ্ট খাবার রাতেও খায়। মঙ্গলবার আটজন ছাত্র ছুটিতে থাকায় রাত সাড়ে ৮টার দিকে ১২ জন ছাত্র সাদা ভাত, ডাল ও ভর্তা দিয়ে খাবার খায়। খাবারের ৫/৭ মিনিট পরে ছাত্ররা বমি করতে থাকে। অবস্থা বেগতিক দেখে রাত সাড়ে ৯টার দিকে ৯ জনকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অভিভাবক আশরাফুল ইসলাম জানান, ছেলের সাব্বির হোসেন অসুস্থতার কথা শুনে হাসপাতালে ছুটে আসি। তবে কী কারণে অসুস্থ হয়েছে তা বুঝতে পারছি না।
নওগাঁর সদর হাসপাতালের শিশু বিভাগ সিনিয়র কনসালটেন্ট ডা. এমদাদুল হক জানান, খাবারে বিষক্রিয়ায় এ ঘটনা ঘটতে পারে। অসুস্থতার জন্য খাবার স্যালাইন ও শরীরে স্যালাইনসহ অন্যান্য ওষুধপত্র দেয়া হয়েছে। বর্তমানে সবাই সুস্থ এবং আশঙ্কা মুক্ত।
আব্বাস আলী/বিএ
সর্বশেষ - দেশজুড়ে
- ১ স্বাস্থ্যের ডিজির সঙ্গে তর্কে জড়ানো চিকিৎসককে অব্যাহতি ও শোকজ
- ২ মৃতের বাড়ি থেকে ফেরার পথে সড়কে লাশ হলেন শাশুড়ি-পুত্রবধূ
- ৩ গাজীপুরে ভাড়া ফ্ল্যাটের দরোজা ভেঙে প্রধান শিক্ষিকার মরদেহ উদ্ধার
- ৪ নির্বাচন কমিশন মেরুদণ্ডহীন, ইউনূসের হাত রক্তে রঞ্জিত
- ৫ ঠাকুরগাঁওয়ে সারের ডিলারশিপ বাঁচাতে পদ ছাড়লেন ইউপি চেয়ারম্যান