ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

বাসের টেলিভিশন বক্সে ১৫০ বোতল ফেনসিডিল, গ্রেফতার ৭

নিজস্ব প্রতিবেদক | বগুড়া | প্রকাশিত: ০৭:১৬ পিএম, ২২ জুলাই ২০২০

বগুড়ায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ১৭৫ বোতল ফেনসিডিল ও ১০০ পিস ইয়াবা উদ্ধার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় সাত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) সকাল থেকে দুপুর পর্যন্ত শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

বগুড়া ডিবি পুলিশের ওসি আসলাম আলী বলেন, বুধবার সকাল সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বগুড়ার চারমাথা কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় সামো রাজা নামে একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালায় ডিবি পুলিশ। এ সময় চালকের আসনের উপরে টেলিভিশনের পেছনে তৈরি বক্সের ভেতরে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ১৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। পরে পুলিশ বাসের সুপারভাইজার শামিম আলম, হেলপার নয়ন মিয়া, মাদক ব্যবসায়ী অতিকুল ইসলাম ও সাকিব নামে চারজনকে গ্রেফতার করা হয়। এ সময় বাসের চালক পালিয়ে যান। তবে বাসটি জব্দ করা হয়।

ডিবি পুলিশের অপর একটি টিম বারপুর মোড় এলাকা থেকে জাহিদুল ইসলাম বিদ্যুৎ নামে এক যুবককে ২৫ বোতল ফেনসিডিল ও একটি মোটরসাইকেলসহ গ্রেফতার করে। এছাড়া অপর একটি টিম অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবাসহ একাধিক মামলার আসামি মাদক ব্যবসায়ী রুবেল হোসেন ও তার স্ত্রী দুলালীকে গ্রেফতার করে। গ্রেফতারদের বিরুদ্ধে বগুড়া সদর থানায় মামলা হয়েছে বলেও জানান ওসি আসলাম আলী।

এএম/পিআর