ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ভেলায় ভেসে বন্যাদুর্গতদের পাশে তারা

জেলা প্রতিনিধি | টাঙ্গাইল | প্রকাশিত: ০৯:২৬ পিএম, ২২ জুলাই ২০২০

যমুনাসহ টাঙ্গাইলের সব নদ-নদীর পানি বৃদ্ধি পাওয়ায় হাজার হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। পানিবন্দি মানুষের মাঝে দেখা দিয়েছে বিশুদ্ধ পানি ও খাবার সঙ্কট। সঙ্কট মোকাবিলায় টাঙ্গাইল জেলা রেড ক্রিসেন্ট সোসাইটি টাঙ্গাইল ইউনিটের পক্ষ থেকে পানিবন্দি পরিবারের মাঝে বিশুদ্ধ পানি বিতরণ করা হয়েছে।

Tangail-Red-Crescent

বুধবার (২২ জুলাই) দিনব্যাপী জেলার নাগরপুর উপজেলার এলাসিন এলাকায় পানিবন্দি পরিবারের মাঝে এ বিশুদ্ধ পানি বিতরণ করা হয়। এর আগে ১৪ জুলাই জেলার ভূঞাপুর উপজেলা থেকে এ বিশুদ্ধ পানি বিতরণ কার্যক্রম শুরু করে টাঙ্গাইল জেলা রেড ক্রিসেন্ট সোসাইটি।

Tangail-Red-Crescent-1

টাঙ্গাইল জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির সেক্রেটারি এমএ রৌফ বলেন, ১৪ জুলাই থেকে বন্যাকবলিত এলাকার পানিবন্দি পরিবারগুলোর মাঝে বিশুদ্ধ পানি বিতরণ কার্যক্রম শুরু করা হয়েছে। প্রতিদিন গড়ে প্রায় ৩০০ পরিবারের মাঝে ১৪০০ লিটার বিশুদ্ধ পানি বিতরণ করা হয়। জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির টাঙ্গাইল ইউনিটের পক্ষে থেকে প্রতিটি পরিবারকে পাঁচ লিটার করে পানি দিচ্ছেন আমাদের স্বেচ্ছাসেবকরা। প্রতিদিন বাড়ি বাড়ি গিয়ে এ সেবা দিচ্ছেন তারা। বুধবার অষ্টম দিন নাগরপুর উপজেলার এলাসিন এলাকায় বিশুদ্ধ পানি বিতরণ কার্যক্রম চলেছে। আরও সাতদিন জেলার বিভিন্ন ইউনিয়নে এ বিশুদ্ধ পানি দেয়া হবে।

আরিফ উর রহমান টগর/এএম/পিআর