বন্যার পানিতে ডুবে একসঙ্গে দুই বোনের মৃত্যু
নওগাঁর আত্রাইয়ে বন্যার পানিতে ডুবে একসঙ্গে দুই বোনের মৃত্যু হয়েছে। হালিমা ও হাবিবা নামে দুই বোনের বয়স দুই বছর। তারা যমজ। শনিবার (২৫ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার আহসানগঞ্জ ইউনিয়নের শুটকিগাছা গ্রামে এ ঘটনা ঘটে। তারা ওই গ্রামের মোতাহার হোসেনের মেয়ে।
স্থানীয়রা জানায়, এলাকায় বন্যার পানিতে প্লাবিত হয়ে মোতাহার হোসেনের বাড়ির উঠান পর্যন্ত এসেছে। তার দুই মেয়ে হালিমা ও হাবিবা সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বাড়ির আঙিনায় খেলা করছিল। সবার অজান্তে খেলার একপর্যায়ে তারা বাড়ির উঠানে গিয়ে বন্যার পানিতে ডুবে যায়। পরিবারের লোকজন খোঁজাখুঁজির একপর্যায়ে ভাসমান অবস্থায় তাদের দেখতে পেয়ে উদ্ধার করে। ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
আত্রাই থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসলেম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খেলার একপর্যায়ে যমজ দুই শিশু পানিতে পড়ে মারা যায়। পরে তাদের পরিবারের সদস্যরা মরদেহ উদ্ধার করে। বন্যার সময় পরিবারের শিশুদের নিরাপদ রাখতে নজরদারি বাড়ানোর অনুরোধ জানাচ্ছি।
আব্বাস আলী/এএম/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ১৬ ডিসেম্বরের প্রত্যয়েই দেশ পুনর্নির্মাণের সুযোগ করে নিতে পেরেছি
- ২ প্রতিপক্ষকে ঘায়েল করতে হত্যাচেষ্টার মধ্যে কোনো বীরত্ব নেই
- ৩ জাগো নিউজে সংবাদ প্রচারের পর নিজের ঠিকানা পেলেন বীরাঙ্গনা যোগমায়া
- ৪ হঠাৎ ফেসবুকে রাঙ্গার ক্ষমা চাওয়ার ভিডিও
- ৫ শহীদ মিনারে মুক্তিযুদ্ধের গ্রাফিতি মুছে আলপনা, সমালোচনায় তৎপর