ছুরিকাঘাতে আহত স্বেচ্ছাসেবক লীগ নেতার মৃত্যু
বগুড়ায় ছুরিকাঘাতে আহত স্বেচ্ছাসেবকলীগ নেতা রোকনুজ্জামান রনি (৩৩) মারা গেছেন। রোববার (২৬ জুলাই) দিবাগত রাত ২টার দিকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত রনি বগুড়া জেলা স্বেচ্ছাসেবকলীগের প্রচার সম্পাদক ছিলেন। তিনি বগুড়া শহরের মালগ্রাম এলাকার শাহাদৎ হোসেন সাজুর ছেলে।
জানা গেছে, গত ১৮ জুলাই সন্ধ্যায় এলাকায় পুলিশের সোর্স হিসেবে পরিচিত সোবাহান তার সহযোগীদের সঙ্গে নিয়ে রনির বাড়ির সামনে গিয়ে তাকে ফোনে ডেকে নেন। এরপর বাড়ির সামনেই রনিকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করা হয়। এ সময় রনির ভাগনে রিফাতউজ্জামান ছন্দ এগিয়ে আসলে তাকেও ছুরিকাঘাত কর হয়। এরপর রক্তাক্ত অবস্থায় দুজনকেই মোটরসাইকেলে তুলে নিয়ে মালগ্রাম দিঘিরপাড় এলাকায় ফেলে রেখে চলে যায় তারা। পরে স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। রোববার দিবাগত রাত ২টার দিকে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রনির মৃত্যু হয়।
এ ঘটনায় রনির বড় বোন শারমিন আকতার রুমা বাদী হয়ে পরদিন ১৯ জুলাই থানায় মামলা করলে পুলিশ রাকিব নামে একজনকে গ্রেফতার করে।
বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সনাতন চক্রবর্তী বলেন, ঘটনার পর থেকেই জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।
আরএআর/পিআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ গাজীপুরে পিকআপের সঙ্গে সংঘর্ষে বাইকচালক নিহত
- ২ প্রথমে অস্ত্র ছিনিয়ে র্যাব কর্মকর্তার পায়ে গুলি, পরে পিটিয়ে হত্যা
- ৩ সংস্কারের লক্ষ্যে গণভোটে ‘হ্যাঁ’ বলা সময়ের দাবি: আলী রীয়াজ
- ৪ যাত্রীবাহী লঞ্চ থেকে জব্দ ৫০ মণ জাটকা এতিম-দুস্থদের মাঝে বিতরণ
- ৫ গণভোট আগামীর বাংলাদেশকে সামনের দিকে নিয়ে যাবে: আদিলুর রহমান